কুতুবদিয়ায় বিদ্যুৎ ঢুকে যাচ্ছে সাবমেরিন কেবলে
দ্বীপ উপজেলা কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী জাতীয় গ্রীড থেকে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করার দাবী পূরণ হতে চলেছে বলে জানা গেছে।
জানা গেছে, ইতোমধ্যেই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীড লাইন থেকে কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন
অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত কক্সবাজার জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর’কে এ তথ্য জানিয়েছেন।