চট্টগ্রামের আনোয়ারা -কর্ণফুলীতে র্যাবের হাতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
আনোয়ারা -কর্ণফুলী থানা প্রতিনিধি: মোঃ আফনান।
চট্টগ্রামের আনোয়ারা – কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় বিদেশি পিস্তলসহ ও দুই রাউন্ড গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব ৭, এরা হলো পটিয়ার কোলাগাঁও এলাকার তুফান আলীর ছেলে রমজান(৪৩) ও একই গ্রামের / এলাকার জেবল আহমেদ এর ছেলে আব্দুল মান্নান(৩৭)প্রকাশ মান্না,র্যাবের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মামুন (মিডিয়া) ওনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।ওনি বলেন ওদের কাছে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে নিচ্ছিত হয়।