আনোয়ারা হযরত ইমাম-এ আজম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশনে ৪১ সদস্যের বিশিষ্ট কমিটি গঠন
আনোয়ারা – কর্ণফুলী, বাশখালী প্রতিনিধি: মোঃ আফনান।
আনোয়ারা ৩নং রায়পুরে হযরত ইমাম-এ আজম আবু হানিফা (রহ.)ফাউন্ডেশনে মুহাম্মদ মহিউদ্দিন কে চেয়ারম্যান, মোহাম্মদ ইউসুফ কে সচিব ও মোহাম্মদ হাবিব কে সাংগঠনিক সচিব (অতিরিক্ত সচিব) নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।
তাদের স্লোগান
জ্ঞান চর্চার মাধ্যমে হানাফি আলোতে আলোকিত হউন,সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করুন।
তারা এই স্লোগানের ন্যায় সমাজ প্রতিষ্ঠা করার জন্য বদ্ধ পরিকর। এই সংগঠন সামাজিক ও ইসলামি সংস্কৃতি ও বাৎসরিক ওয়াজ মাহফিল, অসহায় মানুষদেরকে সহায়তাসহ, বিভিন্ন সামাজিক কাজ সহ রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাহকে প্রতিষ্ঠার আন্দোলনে ও মদিনার রাষ্ট্র হিসেবে কাজ করার প্রত্যয় নিয়ে সামনে আরো অনেক দূরে নিয়ে যেতে চাই সামাজিক ও ইসলামিক এই সংগঠনটি।
এই সংগঠনের আরেক অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম বলেন তাদের এই সংগঠন হানাফী সামাজ প্রতিষ্ঠা বাস্তবায়নে করা হয়েছে বলে জানান, সে সাথে রাষ্ট্রের নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষের কাছে সার্বিক সহযোগিতার কামনাও করে যাচ্ছেন।