আনোয়ারায় পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ২
নিজ প্রতিবেদক: মোঃ আফনান।
আজ বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ডেইরী পুলের এলাকায় একনালা বন্দুক ও কার্তুজ ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় আনোয়ারা থানার এসআই খাইরুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই নয়ন চাকমা সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একনালা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আনোয়ারা উপজেলারর দক্ষিন সরেঙ্গার মৃত সিরাজ কবিরের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মহিউদ্দিন (২৩)।
আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব বরৈয়া এলাকায় একনালা বন্দুক ও কার্তুজ ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একনালা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ ০২ জনকে গ্রেফতার করা হয়।