পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নিজ প্রতিবেদক: মোঃ আফনান।
আনোয়ারায় গতকাল ১২আগষ্ট বেলা ১২টার সময় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় বখতিয়ার পাড়া তারতীলুুল কুরআন মাদ্রাসার পুকুরে ৬বছরের নাঈম, সে ঐ এলাকার বাদশার ছেলে, দীর্ঘ ৩ ঘন্টা খুঁজার পর না পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয় এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে,
ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন আমাদেরকে খবর দেওয়ার পর আমরা এসে শিশু নাঈম কে উদ্ধার করতে সক্ষম হয়েছি।