দ্বীনি বার্তার বিনোদন খুবই দারুণ
ইয়াসমিন আক্তার ইভা নামক এক ফেসবুক ব্যবহার কারীর স্টাটাসে এমন একটা ধর্মীয় দ্বীনি বার্তা করা হয়েছে। যে বার্তা পড়লে বদলে যেতে পারে আপনার সমাজ ও জীবন।
তিনি লিখেছেন…
এক ব্যক্তিকে প্রশ্ন করা হলো.!
আপনার বউ এতো কালো তারপরেও কিভাবে আপনি তার সাথে সংসার করেন?
কিভাবে তার হক আদায় করেন?
আপনাদের মধ্য কি ভালোবাসা বলতে আদৌ
কিছু আছে?
– লোকটি বিনয়ের সাথে হাসি মুখে উত্তর দিলো
আমার বউ দুনিয়াতে কালো হলেও আশা করি জান্নাতে সে কালো থাকবেনা!
আমি তাকে আল্লাহর জন্যই ভালোবাসি আর আল্লাহর জন্যই তার হক আদায় করি…!
আমার বউ কালো হলেও প্রতিদিন তার কপালে চুমু খাই….!!!
দিনশেষে বাড়ি ফেরার সময় তার জন্য ছোট একটি উপহার নিয়ে আসতে হয়..
আমি এইগুলো আল্লাহর জন্যই করি যেনো
আল্লাহ আমার উপর সন্তুষ্টি হন..!!
আশা করি আল্লাহ আমাকে কবুল করবেন তাকে
আর আমাকে এক সাথে জান্নাতে রাখবেন
আমাদের সমাজে কেউ কারো থেকে অন্যরকম হলে শুরু হয় অবহেলা, সবাই যেনো একমাত্র
মালিককে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসি,, তাহলেই পরিবারে শান্তি মিলবে।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক
আমিন।
Copyright© by Kutubdia News