মা-হারালেন ইউনিয়ন ব্যাংকের এম.ডি আলাল
নিজ প্রতিবেদক: মোঃ আফনান।
বাঁশখালী উপজেলার অর্ন্তগত ১ নং পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও গ্রামের অধিবাসী ইউনিয়ন ব্যাংক লিমিটেডে এর এম,ডি বিশিষ্ট সমাজসেবক এ,বি,এম মোকাম্মেল হক চৌধুরী (আলাল)সাহেবের শ্রদ্ধেয় আম্মাজান মরহুমা রিজিয়া বেগম (৮৫) গতকাল ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে সন্ধ্যা ৭.৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগের কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজেউন।
আজ বাদ যোহর হাজীগাঁও জামে মসজিদের মাঠ সংলগ্নে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হই ও ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আল্লাহ মরহুমা কে জান্নাতুল ফেদরৌস দান করুক।
শোকার্তে; হাজীগাঁও বাসীর পক্ষ থেকে ইমরুল ইসলাম রিপন, সাইফুল ইসলাম রাকিব ও জিকু।