র্যাবের জ্যাকেট পড়ে ভুয়া র্যাব
ভুয়া র্যাবের মুখেই শুনুন হত্যার লোমহর্ষক বর্ণনা! সিসিটিভির ফুটেজে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!
র্যাব ও পুলিশ সেজে ছিনতাই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াতে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
গায়ে আইন শৃঙ্খলা বাহিনীর জ্যাকেট। কোমরে পিস্তল ও ওয়াকিটকি আর হাতে হাতকড়া। আসলে সবই ভুয়া। শুধু ছিনতাই বা ডাকাতি নয়, এ দলগুলো সব ছিনিয়ে নেয়ার পর হত্যা করছে ভুক্তভোগীদের। সম্প্রতি এমন একটি দুর্ধর্ষ ছিনতাইকারী দলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
The news collected