সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর এখতিয়ার আদালতের
দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লে, আপত্তি নেই আওয়ামী লীগের। দলটির নেতারা বলছেন, সাজা স্থগিত করা না করার এখতিয়ার সম্পূর্ণ আদালতের। আর বিএনপি মহাসচিবের মতে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার।
দুর্নীতি মামলায় প্রায় দুই বছর কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের আবেদনে শর্ত সাপেক্ষে গেল মার্চে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পান তিনি। এই মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এ অবস্থায় তার পরিবার আবারো জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, চিকিৎসার জন্য বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর এখতিয়ার আদালতের, এতে হাত নেই আওয়ামী লীগের। তবে ক্ষমতাসীন দলের কেউ কেউ মনে করেন, শর্ত সাপেক্ষে এমন মুক্তির অপব্যবহার যাতে না হয় সে জন্যও সজাগ থাকতে হবে সবাইকে।
বিএনপি মহাসচিব বলছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন খালেদা জিয়া।
সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর।