বাঁশখালী চন্দ্রপুর পুকুরিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব এর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: মোঃ আফনান চৌধুরী।
বাঁশখালী উপজেলার অর্ন্তগত ১ নং পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের সন্তান(তালুকদার বাড়ী) মরহুম জান আলী তালুকদার এর সন্তান ও সাবেক মেম্বার আবু ছিদ্দিক এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোতালেব (৬৫) গত বৃহস্পতিবার হঠাৎ স্ট্রোক করলে ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজ দুপুর (আনুমানিক) ১২.৩০ এর সময় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজেউন।
আজ (শনিবার)বাদ মাগরিব হযরত বদু মিয়াজি জামে মসজিদ সংলগ্ন মাঠে মাওলানা ওমর ফারুক এর ইমামতিতে মরহুমের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আল্লাহ মরহুম জান্নাতুল ফেদরৌস দান করুক।
বদু মিয়াজি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক (সাবেক এম ইউ পি) ও সকল সদস্য বৃন্দ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও তাহার রুহ আত্মার মাগফিরাত কামনা করেন।