রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন প্রতিনিধি: নুরুল হোছাইন।
অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন সাহেদ- এমন আশাই প্রকাশ করেছিল রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি ছিল, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ।
করোনার ভূয়া রিপোর্ট, প্রতারণাসহ নানান অভিযোগে গেলো ১৫ই জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে অভিযানে গিয়ে উদ্ধার হয় অস্ত্র।
এ ঘটনায় ৩০শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭শে আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত।