সিলেটের এক তরুণীর ধর্ষক সাইফুর ও অর্জুনের ৫ দিনের রিমান্ড
অনলাইন প্রতিনিধি: মোঃ জুনাইদ।
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার আসামি সাইফুর রহমান (২৮) ও অর্জুন লস্করের (২৫) পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে পুলিশের ভ্যানে করে শাহপরান থানা থেকে তাদের আদালতে নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে তরুণী ধর্ষণ মামলায় নাম উল্লেখ করা ছয় আসামির মধ্যে চারজনকে রোববার হবিগঞ্জ ও সুনামঞ্জের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে এবং বাকি তিন আসামি অর্জুন লস্কর, রবিউল ইসলাম ওরফে হাসান ও শাহ মো. মাহবুবুর রহমান ওরফে রনিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত দুই আসামি তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমান পলাতক আছেন।