বাশঁখালী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারী ইউনিটের প্রতি বিশেষ অনুরোধ: বাঁশখালা গ্রামের জনসাধারণ
স্টাফ রিপোর্টার: মোঃ আফনান চৌধুরী।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাঁহারছড়া ইউনিয়নের বাশঁখালা গ্রামে নতুন ভোটরদের নাগরিকতা পরিচয় দিতে ভোগান্তির মূখে পেলে দিয়েছে। সুতরাং, আইডি কার্ড নামে পরিচয় পত্রটিতে, ভুল-ভ্রান্তি দেখা দেয়।
যা বাশঁখালা গ্রামকে বাশঁখালীতে পরিনত করে। এই কারণে নাগরিক হিসাবে পরিচয় দিতে গেলে প্রবল ঝুঁকিতে পড়বে উল্লেখ্য করে। হালনাগাদ কারী মাস্টার জাহাঙ্গীর আলম ও কবি শাহেনেওয়াজ উদ্দীন চৌধুরী (সম্রাট) সহ ভোটার কৃর্তক নাগরিকরা প্রতিবাদ জানাই।
তারা বলেন, আমরা এটি সংশোধন চাই, সংশোধনের জন্য আমাদেরকে যেন উপজেলা, ইউনিয়ন সহ ভিন্ন কর্মকর্তা কর্মচারিগণের নিকটে ঘুরতে ঘুরতে দিন না কাটে ।এলাকার জনসাধারণের বিশেষ অনুরোধ অন্তত গ্রাম ও ইউনিয়নের নামের দিকে খেয়াল করার আহবান জানান নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদেরকে। আর সংশোধন চাই আমাদের বিনা পরিশ্রমে ও বিনা মূল্যে, এইটাই বাশঁখালা থেকে ভোটার কৃর্তক নাগরিকদের প্রতিবাদ।
Copyright© by Kutubdia News