কুতুবদিয়া নিখোঁজ পেঠান নামের ব্যক্তির সন্ধান পাওয়া যায় ধান চাষ জমিনে মৃত অবস্থায়
অনলাইন রিপোর্টার: জয়নাল আবেদীন।
গত ১৮-১০-২০২০ খ্রিঃ তারিখে রাত ১০ টা থেকে উত্তর ধুরুং ৩ নং ওয়ার্ড আকবর বলী পড়া, নাম: মোঃ পেঠান, পিতা: মৃত ফিরোজ মিয়া, মাতা: মৃত মনিরা বেগম, ব্যাক্তি নিখোঁজ হয়। নিখোঁজ ব্যাক্তিকে গত ২০-১০-২০২০ খ্রিঃ সকাল ৭.০০ টার সময় একই এলাকায় ইফাত কিল্লা সংলগ্ন ধান চাষের জমিনে মৃত অবস্থায় পাওয়া যায়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কোনো সুত্রপাত পাওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
Copyright© by Kutubdia News