সম্বল হারিয়েছে বাঁশখালা নামক গ্রামের এক গৃহণী
স্টাফ রিপোর্টার: মোঃ আফনান চৌধুরী।
চট্টগ্রাম বাশঁখালী উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়নের পূর্ব বাশঁখালা গ্রামে বহু যুগ ধরে গবাদিপশুর খামার গড়ে এসেছে মর্জিয়া বেগম নামে এক গৃহণী। এছাড় তার তেমন কোনো সম্পদ নেই জীবন ভার বহন করার। তিনি সে খামারের মধ্যে দিয়ে জীবন ভার বহন করার পদ খুজে ছিলেন এবং প্রচুর পরিশ্রমের বিনিময়ে মর্জিয়া বেগম নামে গৃহণী, তিনি পূর্বের চেয়ে অনেক টুকু উন্নতির পথে এগিয়ে এসে ছিলেন।
১২/১১/২০২০ রাত্রেই সে মর্জিয়া বেগমের অত্যন্ত দূরদর্শার সৃষ্টির দিন, তার পক্ষে জীবন পরিচালনার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। হঠাৎ রাতে তিনটি গরু একেবারে মারা যায় যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। এলাকাবাসী ধারণা করেছে রাতে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে।
এলাকাবাসী ও তাদের প্রতিনিধি হিসেবে বাঁশখালা গ্রামের আঞ্চলিক কবিখ্যাত শাহেনেওয়াজ উদ্দীন চৌধুরী (সম্রাট) মর্জিয়া বেগমের পক্ষ হয়ে বাশঁখালী উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি উদ্দ্যোগে, সরকারি – বেসরকারি সকল কর্মকর্তাকে অনুরোধ করেন মর্জিয়া বেগম নামে গৃহণীকে যে কোনো ভাবে আর্থিক সাহায্য – সহযোগীতা করে এগিয়ে আসার জন্য।