নতুন বই পেয়ে উৎস আমেজে পৌঁছাতে পারেনি মা বাবার প্রান্তে
কুতুবদিয়া ধূরুং ক্যাব্রিয়ান স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী জারিন সোবা আজ সকাল নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সামনে এক ট্রলি গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। সে উত্তর ধুরুং পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক কাইসারুল আলম এর কন্যা বলে পরিচয় পাওয়া যায়। এই মর্মান্তিক দূর্ঘটনার ব্যাপারে জনসাধারণ অনেকে মন্তব্য করে বলে যাচ্ছে যে,এই মর্মাহত ঘটনার সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রশাসন। কেন এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রশাসনকে দায়ভার করে কথা বলে যাচ্ছে জনসাধারণ?
ঘটনা স্থলে এমন মন্তব্যকারীদের কাছে প্রশাসন দায়ভার কেন প্রশ্ন করা হলে তারা বলে যাচ্ছে আজ এই রকম দূর্ঘটনা হয়তো হতোনা, এর পিছনের কারণ হচ্ছে ট্রলি গাড়ি। এই ট্রলি গাড়ির কারণে আমাদের প্রায় পর্যায়ে অসংগতি দেখা যাচ্ছে, যার ফলে জনসাধারণের ভোগান্তিও বটে। যেমন: অতিরিক্ত লবণ বজায় করে চলাচলে তলিয়ে যায় রাস্তাঘাট, বেড়িবাঁধের পাশ থেকে বালু উত্তোলনে অতি অল্প সময়ে ভেঙ্গে পড়ে বেড়িবাঁধ, সবসময় ঝুঁকি নিয়ে করে পথ চলাচল। যদি প্রশাসনিক ভাবে এই ট্রলি নামক গাড়ি কুতুবদিয়া থেকে নিষিদ্ধ করা হতো তাহলে আজ এই ছোট্ট স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হতোনা। এইসব বলে এই ঘটনার ইস্যুতে সম্পূর্ণ প্রশাসনকে দায়ী করলো কুতুবদিয়ার জনসাধারণ।
জনপ্রশ্নের মন্তব্যে লেখক: মোঃ সাগর, দৈনিক কুতুবদিয়া নিউজ সংবাদ সম্পাদক।
Copyright© by Kutubdia News