১৫ই জানুয়ারি ঐতিহাসিক খাজা রুহানি মানবসেবা চিকিৎসালয়ের উদ্যোগে নূরানী মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার: মুহাম্মদ আফনান চৌধুরী।
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর (এক্কাইত্তা পুকুর পাড়) সংলগ্ন ঐতিহাসিক খাজা রুহানি মানবসেবা চিকিৎসালয়ের উদ্যোগে আগামী ১৫ই জানুয়ারি -২০২১ ইং রোজ শুক্রবার ১২তম বার্ষিক নূরানী মিলাদ মাহফিল ও মরহুম হযরত মাওলানা আব্দুল ছলিম সাহেবের ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত মাহফিলে খাজা রুহানি মানবসেবা চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা আধ্যাত্বিক শাহজাদা মোঃ নুরুল আবছার চিশতি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাকরীর পেশ করবেন, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল- কাদেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঞ্জুমানে আহমদিয়া আজিজিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালক পরিষদ চট্টগ্রাম – বাংলাদেশ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, এস.এম মাওলানা বোরহান উদ্দিন তালুরদার,আলহাজ্ব এস.এম.শাহাদাত হোসেন আল কাদরী,হাফেজ মাওলানা জামাল উদ্দিন রেজভী ও মাওলানা মোহাম্মদ আব্দুল হাই আনছারী। উক্ত মাহফিলে দেশ বরেণ্য পীর- মশায়েখ, আলেম দ্বীন, রাজনীতিবীদ,আইনজীবী, বুদ্ধিজীবি,সাংবাদিক এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন এতে আপনাদের সার্বিক সহযোগিতা ও উপস্থিত হয়ে দনু জাহানের নেকী হাসিল করুন।
Copyright© by Kutubdia News