বাঁশখালী ছনুয়ায় ওয়াজ মাহফিল অনুষ্টিত
স্টাফ রিপোর্টার: মুহাম্মদ আফনান চৌধুরী।
চট্রগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আবাখালী নামক গ্রামে গত ০২-০২-২০২১ইং রোজ: মঙ্গলবার বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মাদ বদিউল আলম জিহাদী, চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ পেকুয়া কক্সবাজার ও শাহজাদা মাষ্টার মোহাম্মাদ শফি উল্লাহ সাহেব শেখেরখীল বাঁশখালী আলোচক ছিলেন, মৌঃ হাঃ আবদুল্লা আল মারুফ সাতকানিয়া চট্রগ্রাম, শাহজাদা মৌঃআহমদ বিন ছালাম সাতকানিয়া চট্রগ্রাম, মৌঃ আবুল কালাম ছনুয়া বাঁশখালী, মৌঃ কাজী আবদুল মজিদ চাম্বল বাঁশখালী, মৌঃ জামাল উদ্দিন জিহাদি রাজাখালী পেকুয়া কক্সবাজার, মৌঃ আমিরুল হক (মুকুল) চট্রগ্রাম, মৌঃ মিজান জলদী বাঁশখালী, মৌঃ ছৈয়দুল আলম আবাখালী ছনুয়া বাঁশখালী, মৌঃ আব্বাছ উদ্দিন নুরী ছনুয়া বাঁশখালী, মৌঃ আশফার আলী ছনুয়া বাঁশখালী, মৌঃ হাঃদিদার অত্র মাদ্রাসা, মৌঃ হাঃনুর হায়দার অত্র মাদ্রাসা, মৌঃ মিজান বিন মোস্তাফিজ অত্র মাদ্রাসা, মোহাম্মাদ আলমগীর কবির সিকদার প্রতিষ্টাতা পরিচালক আবাখালী খুদুকখালী ছনুয়া হযরত ফাতেমা (রাঃ) ইসলামী ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজখানা বাঁশখালী চট্রগ্রাম।বক্তরা নবীর জীবনী আলোচনা করেন।
Copyright© by Kutubdia News