মোটরসাইকেল দূর্ঘটনায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কম্পিউটার অপারেটরের মৃত্যু
অনলাইন রিপোর্টার: মোঃ জয়নাল আবেদীন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ শাহ রেজা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজলিয়া ব্রীজ এলাকায় দ্রুতগামী একটি ডাম্পার ট্রাকের সাথে তার মটর সাইকেলের সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন। এতে মোঃ শাহ রেজা’র প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় জনসাধারণ গুরুতর আহত মোঃ শাহ রেজা’কে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Copyright© by Kutubdia News