হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার
অনলাইন রিপোর্টার: মোঃ নুরুল হোসেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুর বারোটা নাগাদ মোহাম্মদপুর রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়েছে। আজ রবিবার (১৮ এপ্রিল) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতারের পর বর্তমানে তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে ধরা পড়ার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল বলেও জানা যায়।
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। যার সবশেষ সংযোজন মাওলানা মামুনুল হক। হেফাজতে ইসলামের শীর্ষ এই নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখানো হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
Copyright© by Kutubdia News