প্রত্যাখ্যান করা হউক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানোর সিদ্ধান্তকে ‘প্রত্যাখ্যান’ করে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পেছনে করোনা পরিস্থিতি ও টিকার অপর্যাপ্ততাকে দায়ী করেছে সরকার। অথচ এমন পরিস্থিতিতে কলকারখানা, অফিস, শিল্পপ্রতিষ্ঠান, এমনকি গণপরিবহন কোনোকিছুই থেমে নেই। শুধু এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে ১ জুন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।
এছাড়া বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষা প্রতিষ্ঠান এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার কারণে বর্তমানে শিক্ষার্থীদের পরিস্থিতি প্রকৃতি ক্লাসের মাধ্যমে তুলে ধরেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীবরাবর স্মারক লিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে এসময় বক্তব্য রাখেন- নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, ফাতেমা রহমান বিথি, মো. ফাহাদুল ইসলাম প্রমুখ।
Copyright© by Kutubdia News