চলছে পরীমণির বাসায় র্যাবের অভিযান
চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাবের অভিযান চলছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের আগে চরম আতঙ্কে থাকেন তিনি। বুধবার (৪ আগস্ট) বিকালে ফেসবুক লাইভে এসে পরীমণি নিজেই এ তথ্য জানিয়েছেন। পরী জানান, ওই ব্যক্তিরা বারবার কলিং বেল বাজাচ্ছেন।
পরিচয় জানতে চাইলে তারা পুলিশের লোক বলে দাবি করেছেন। যদিও তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছেন না পরী। এই অবস্থায় পরীমনি বনানী থানায় যোগাযোগ করেছেন। সেখান থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। কিন্তু তারা এখনো এসে পৌঁছাননি। পরীর ভাষ্য, ‘আমি এ কারণেই ভয় পাচ্ছিলাম। এখানে আমার কোনো নিরাপত্তা নেই। আমি এতো অসুস্থ। তিন দিন ধরে ঠিকমতো উঠতেই পারছি না।
তিনি আরও বলেন, আমি খুব ভয় পাচ্ছি। সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। অনেক সময় ধরেই আপনার লাইভটি দেখছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিমনি তার বাসার দরজা খুলে দেয় এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অভিযান পরিচালনার জন্য সহযোগীতা করেন।
Copyright© by Kutubdia News